Home » জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী আটক

জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী আটক

সিলেট জাফলংয়ে পর্যটকদের উপর মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।
আটককৃরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক।

পর্যটকদের উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যক্তি লাইভ করেন। এতে সাথে সাথে হামলার ঘটনা ভাইরাল হয়ে যায়।

গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি আদায়ে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারেন নিযুক্ত থাকা দুই স্বেচ্ছাসেবককে সাথে সাথে বরখাস্ত করা হয়। একইসাথে তাদের আটক করে থানায় নেয়া হচ্ছে।

এ ব্যাপাারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ঘটনায় জড়িত দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *