Home » সিলেট জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা

সিলেট জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা

সিলেট জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা চা‌লি‌য়ে মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পর্যটকরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এসময় জাফলং ট্যুরিস্ট স্পটে প্রবেশে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেখানকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের।

এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।স্থানীয় কয়েকজন ব্যক্তি এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন ।

এসময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। হামলার সময় স্থানীয় প্রশাসনের কোন লোকজন সেখানে অবস্থান করছিলো না।

এ ব্যাপারে সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, বিষয়টি জানার পর তারা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *