Home » হকারদের বিরুদ্ধে আইনী এ্যাকশনে যাচ্ছেন আরিফ

হকারদের বিরুদ্ধে আইনী এ্যাকশনে যাচ্ছেন আরিফ

ডেস্ক নিউজ: সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক থেকে হকার উচ্ছেদের ঘটনায় হকারদের নগর ভবনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। মঙ্গলবার হকার্স লীগ নেতা আব্দুর রকিবসকহ কয়েক জন হকারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
মঙ্গলবার সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাহাবুদ্দিন সিহাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকাল ৪টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর বন্দরবাজারে হকারদের সড়কে না বসতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা বিকাল সাড়ে ৪টার দিকে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে হকারদের প্রতিহত করেন। এ ঘটনার পর হকাররা নিজেরাই নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় হকারদের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা মেয়র আরিফের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলও করে।
ইফতারের ঠিক আগ মূহুর্তে এ হামলার ঘটনা ঘটায় তারা। এসময় নগর ভবনের ভেতরে ঢুকে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছে তারা। আহত কর্মচারী সিটি কর্পোরেশনের প্রহরী সুমন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *