Home » মাইনরিটি রাইটস কমিশন গঠনের দাবীতে ধ্রুবতারার সংলাপ

মাইনরিটি রাইটস কমিশন গঠনের দাবীতে ধ্রুবতারার সংলাপ

অলি আহমেদ : মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায়
ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন ২৪ ডিসেম্বর(শুক্রবার) রাজধানীর সিরডাপ মিলনায়তন এ “Ensuring Minority Rights & Formation of Minority Rights Commission” শীর্ষক এক সংলাপ আয়োজন করে। DYDF এর নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আরোমা দত্ত।

এতে আয়োজনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, পূজা উদযাপণ পরিষদের নেতা কাজল দেবনাথ, Citizen’ Platform for SDG প্রতিনিধি অভ্র ভট্রাচার্য্য, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি রাজেন্দ্র দেবনাথ সহ বিভিন্ন দেশী, বিদেশি সংস্থার প্রতিনিধি, যুব সংগঠকরা অংশ নেন।
দেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে, দ্রুত ব্যাবস্থা নেওয়ার দাবী জানান আলোচকরা। এসব ঘটনার হোতাদের, মদতদাতাদের বিচার করতে দাবী জানানো হয়।

রানা দাশ গুপ্ত বলেন ” জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক, তাই প্রতিশ্রুত মাইনরিটি রাইটস কমিশন করতে হবে অবিলম্বে এবং সেই কমিশন কে ক্ষমতাও দিতে হবে, এদেশ কে যেন কেউ এই সুযোগে অস্থিতিশীল করতে না পারে- তাও মাথায় রাখতে হবে”।

আলোচকরা শিক্ষা ব্যাবস্থায় ব্যাপক সংস্কার, বাহাত্তরের সংবিধানের মূল চেতনা কে ফেরত আনা, সংখ্যালঘু দের সুরক্ষা, বৈষম্য বিলোপ আইনের দাবীও জানান। যুব সংগঠকরা যুব দের মধ্যে সাংস্কৃতিক চেতনা, ইতিহাসের সাথে পরিচয় করানোর, উগ্রপন্থা রোধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার তাগিদ দেন।

এসময় আরোমা দত্ত এমপি সরকারের প্রচেষ্টা তুলে ধরে, দ্রুত মাইনরিটি রাইটস কমিশনদ আইন পাশের দাবী জানান।

ধ্রুবতারা আগামী ৩০ এবং ৩১ তারিখে সাম্প্রদায়িক হামলার শিকার রংপুর এবং নোয়াখালীতে সম্প্রীতি সমাবেশ আয়োজনের ঘোষণ দেন। মাইনরিটি রাইটস কমিশনের রূপরেখা নিয়ে সবপক্ষের সাথে মিলে রূপরেখা অচিরেই তুলে ধরার ঘোষণা দেন অর্ক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *