Home » স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসমী সাইফুলের রিমান্ড শুনানী আগামীকাল

স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসমী সাইফুলের রিমান্ড শুনানী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার বিশ্বনাথের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসামী চাউলধনী হাওরের সাব-লীজ গ্রহিতা যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের রিমান্ড শুনানী আগামী কাল বুধবার অনুষ্টিত হবে। সিলেটের বিশ্বনাথ আমল গ্রহনকারী আদালতে এ শুনানী অনুষ্টিত হবে। বাদী পক্ষের সিনিয়র আইনজীবী এ এস এম গফুর এ তথ্য জানিয়েছেন। গত ১মে চৈতননগর গ্রামের নজির মিয়ার বাড়ি-জমিতে ভেকু মেশিন দিয়ে সাইফুল ও তার অস্ত্রবাজ বাহিনী জোরপূর্বক মাটি কাটতে গেলে জমির মালিকরা বাধা দেয়। এতে সাইফুল ও তার সঙ্গীয় বাহিনী ৭/৮টি পিস্তল ও বন্দুক দিয়ে প্রতিপক্ষের উপর মুহমুহ গুলিবর্ষন করে। এতে স্কুলছাত্র সুমেল নিহত হয় এবং তার বাবা চাচাসহ ৪জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা সাইফুল ও তার অস্ত্রবাজ বাহিনীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের আশা দিয়েছিলেন কিন্তু দীর্ঘদিনেও খুনীরা গ্রেফতার হয়নি অস্ত্রও উদ্ধার করা যায়নি। গত ২১ অক্টোবর বাদী পক্ষ ঢাকা সেগুন বাগিচা এলাকার একটি ভবন থেকে সাইফুলকে আটক করে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে বিশ্বনাথ থানার পুলিশ সাইফুলকে সুমেল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ২৩ অক্টোবর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। সেই রিমান্ড আবেদনের শুনানী আগামীকাল হওয়ার কথা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তী আগামী কাল রিমান্ড শুনানী সত্যতা স্বীকার করে নিজে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *