Home » সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আইন অপরিহার্য: ইনু

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আইন অপরিহার্য: ইনু

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘প্রশাসন এখনও বুঝতেই পারছে না যে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে তারা এখনও আনাড়ি ও এলোপাতাড়ি পদক্ষেপ নিচ্ছে। ফেসবুক,ইউটিউব, টুইটারসহ বিভ্ন্নি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আপনার হাতে একটা হাতিয়ার থাকতে হবে, আর তা হলো আইন।’

শনিবার (২৫ সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন নূর সাফা জুলহাজ।

দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে অতিথিদের প্রশ্নের জবাবে ইনু আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসার বিষয়ে কোনও আইন বাংলাদেশে নেই। ফেসবুকের কাছে যখন কোনও অভিযোগ যায়, তখন তারা বলে আদালতের রায় আছে। কোনও আইন আছে এ ব্যাপারে। আপনার দেশের সংবিধান অনুযায়ী কোনও বিধি তৈরি করেছেন? কোনও জায়গাটা ভঙ্গ হয়েছে। এ জন্য আগে আইন করা দরকার।’ এ ব্যাপারে ইতোমধ্যে নিজে পদক্ষেপ নিয়েছেন বলেও জানান হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে যুক্ত হয়ে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ও এ ক্ষেত্রে আইন করার উদ্যোগী হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আইন করলে আমরা তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) সঙ্গে বার্গেইনিং করতে পারবো।’

সূত্র: একাত্তর জার্নাল

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *