ডেস্ক নিউজ: শিক্ষামন্ত্রীসহ হাজারো মানুষের উপস্থিতিতে গোলাপগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর দাফন সম্পন্ন হয়। শনিবার বিকেল ৩ টার দিকে গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রিয় সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের সমাগমে ভরপুর ছিল এমসি একাডেমী মাঠ। পৌর অভিবাবক সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় দিতে এসে শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন উপস্থিত হাজারো মানুষ। পরে রণকেলী বনবাড়ী কবরস্থানে তাকে সমাধিত করা হয়। সিরাজুল জব্বার চৌধুরীর জানাযা পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুশ শুক্কুর, প্রয়াত মেয়রের ছোট ছেলে মাজেদ চৌধুরী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, আমি কল্পনা করতে পারিনি ভাই বন্ধু সিরাজুল জব্বারকে অসময়ে হারাবো। প্রিয় সহযোদ্ধাকে হারিয়ে আজ আমি মানসিকভাবে বিপর্যস্ত, মেয়র সিরাজুল জব্বারের শূণ্যতা আর কোনদিন পূরণ হবে না। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আফছার আজিজ, গোলাপগঞ্জ পৌর সভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৪৯ সালে ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া সিরাজুল জব্বার চৌধুরী ছিলেন উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরী ও মরহুমা নজিবা খাতুন চৌধুরীর একমাত্র সন্তান।
গত ২৩ মে থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৯ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বার্তা বিভাগ প্রধান