Home » সিলেট নগরীর উত্তরের প্রবেশ মুখে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ

সিলেট নগরীর উত্তরের প্রবেশ মুখে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: সিলেট নগরীতে বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে। তবে নগরীর উত্তর দিক থেকে প্রবেশের জন্য প্রবেশ পথ মাত্র একটিই। আর সেটি নগরীর ৬ নম্বর ওয়ার্ড দিয়ে। সিলেট বিমানবন্দর সড়কটি ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে এসে নগরীতে প্রবেশ করেছে। এটিই এদিক থেকে নগরীর একমাত্র প্রবেশ পথ। আর বিমানবন্দরের সুবাদে এটি ভিআইপি সড়ক। প্রতিদিনই দেশ-বিদেশের অতিথিবৃন্দ, দেশের বিশিষ্টজনরা, বিদেশী, ভ্রমণ পিয়াসু পর্যটক এ সড়কটি ব্যবহার করে থাকেন। আর সেজন্য এ সড়কটি সিলেটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক। সেই বিবেচনায় এই সড়কের প্রবেশপথে এবার নতুন রূপে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর রোডের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন এবং ৬নং ওয়ার্ডের সীমানা চৌকিদেখী প্রান্তে সিলেট সিটি কর্পোরেশন এর সীমানা শুরু হয়েছে। এই সীমানা শুরুর স্থানে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের প্রচেষ্টায় তোরণ বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই স্থানটিতে বর্তমানে একটি স্বাগতম সাইন রয়েছে। এটিও স্থাপনে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ভূমিকা ছিল। তার উদ্যোগেই প্রবেশমুখটিতে স্বাগতম সাইন স্থাপন করা হয়েছিল। গত মঙ্গলবার সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম তোরণ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় পরেরদিন বুধবার মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকতাবৃন্দের উপস্থিতিতে তোরণ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন উক্ত তোরণ সিলেটের ঐতিহ্য বহন করবে। এই তোরণের মাধ্যমে সিলেট নগরীর সৌন্দর্য আরো একধাপ এগিয়ে যাবে। কাউন্সিলর ফরহাদ শামীম বলেন, এখানে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তোরণটি নির্মাণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি নগরীর প্রবেশমুখটি আরোও সুরক্ষিত হবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *