সিলেট,রাজশাহী, বরিশাল ও সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।”
“প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে।”
“তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।”
“এ তিনটি নির্বাচনে এমপিরা প্রচারে অংশ নিতে পারবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।”
“কে এম নুরুল হুদা বলেন, স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।“এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, সব এমপি স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।”