Home » দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪০, শনাক্ত ২৫৭৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪০, শনাক্ত ২৫৭৬ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৭৬ জন, যা আগের দিনের চেয়েও বেশি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল দুই হাজার ৫৩৭ জন। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন; যেখানে এর আগের দিন মারা গিয়েছিল ৩৬ জন।

বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হওয়া দুই হাজার ৫৭৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন আট লাখ ২০ হাজার ৩৯৫ জন। আর ৪০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেলেন ১২ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৬১ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন। শনাক্ত এবং মৃত্যুর সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৮৬৯টি আর পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৬৭ হাজার ৬৫৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৫৮ হাজার ৫৮৪টি। দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩১ জন আর নারী নয় জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ৩৫০ জন আর নারী তিন হাজার ৬৩৯ জন। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ষাটোর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে ঢাকা ও রাজশাহী বিভাগের আট জন করে, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ছয় জন, সিলেট বিভাগের দুই জন আর রংপুর বিভাগের রয়েছেন চার জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫২৪ জন, চট্টগ্রাম বিভাগের ৭১৯ জন, রংপুর বিভাগের ১০৬ জন, খুলনা বিভাগের ২৩০ জন, বরিশাল বিভাগের ৫১ জন, রাজশাহী বিভাগের ১৮২ জন, সিলেট বিভাগের ১২১ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১২৮ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *