ডেস্ক নিউজ: ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি আগামী ১ জুন শুরু হবে। টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। এর আগে বাংলাদেশ রেলওয়ে ২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনার কথা জানালেও চূড়ান্ত সিদ্ধান্তে টিকিট বিক্রি একদিন এগিয়ে আনা হয়। বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে ১ জুন থেকে টিকেট বিক্রির সূচি ঠিক করা হয়েছে। সেদিন ১০ জুনের ট্রেন যাত্রার টিকেট বিক্রি হবে। ২ জুন দেওয়া হবে ১১ জুনের টিকিট। এছাড়া ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট। আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার যাত্রীদের ফিরতি টিকিট দেয়া শুরু হবে ১০ জুন থেকে। সেদিন দেয়া হবে ১৯ জুনের টিকিট। এছাড়া ১১ জুনে দেওয়া হবে ২০ জুনের, ১২ জুনে ২১ জুনের, ১৩ জুনে ২২ জুনের, ১৪ জুনে ২৩ জুনের এবং ১৫ জুনে ২৪ জুনের ফিরতি টিকিট দেওয়া হবে। রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকবে। ঈদের পাঁচদিন আগে এবং সাতদিন পরে এসব ট্রেন চলাচল করবে।
বার্তা বিভাগ প্রধান