Home » সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১, মৃত্যু ১,

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১, মৃত্যু ১,

সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫১ জন। যার মধ্যে ৩৫ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন। বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জে ১ জন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১৪ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৫১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৯০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬০ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৬০ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৫ জন। এরমধ্যে সিলেটের ৫৬ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৩৫৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮২ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২৪ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৩ জনে। এরমধ্যে সিলেট জেলার ২৯৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *