Home » সিলেটে করোনায় আরও ৬জনের প্রাণহানী, হাসপাতালে ২২২

সিলেটে করোনায় আরও ৬জনের প্রাণহানী, হাসপাতালে ২২২

সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬২ জন। যার মধ্যে ৪৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৩ জন। সোমবার (৩ মে এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ৮ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৮২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৩ জন। এরমধ্যে সিলেটের ১১১, হবিগঞ্জের ১২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৭৯০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৬ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৬ জন মারা গেছেন এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *