Home » বৌদ্ধ সুরক্ষা পরিষদ কমিটি গঠিত

বৌদ্ধ সুরক্ষা পরিষদ কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখা গঠন করা হয়েছে। এই উপলক্ষে গত ১৮ মে শুক্রবার উখিয়া পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দভবন বৌদ্ধ বিহার চত্বরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক রনজিত বড়ুয়াকে সভাপতি এবং রূপন বড়ুয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়।

তবে পরিষদের নির্ধারিত ফরম যারা পূরণ করে জমা দিয়েছেন তারা সকলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

উখিয়া উপজেলার কুতুপালং,হাঙ্গরঘোনা, শীলপাড়া, পাতাবাড়ী, মহুরিপাড়া, উখিয়া থানাপাড়া, খয়রাতিপাড়া, জাদিমুরা, শৈলের ঢেবা, রেজুরকুল, মধ্যরত্না, পশ্চিমরত্না, পুর্বরত্না, চৌধুরীপাড়া, পুরাতন রুমখা, রুমখা মহাজনপাড়া, মরিচ্যা, নলবনিয়া, রুমখা বড়বিল,পান্যাসিয়া, মাদারবনিয়া, মনখালী, তেলখোলা, ভালুকিয়া সহ প্রত্যেক বৌদ্ধপল্লী থেকে প্রতিনিধি নিশ্চিত করে উক্ত পরিষদ গঠন করা হয়েছে।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

প্রবীণ শিক্ষক অরবিন্দ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়ুয়া অমল। উদ্বোধকের বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শুভংকর বড়ুয়া।স্বাগত বক্তব্য রাখন অধ্যক্ষ মিলন বড়ুয়া।

এছাড়াও কেন্দ্রীয় পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উক্ত পরিষদ আগামী দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের এই সময়ে মেয়াদ শেষে পুনরায় নতুন পরিষদ গঠন করা হবে।

তিনি প্রশাসনসহ সবাইকে উক্ত পরিষদকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

পরিষদের অন্যান্যরা হলেনঃ
সিনিয়র সহ-সভাপতি দীপন বড়ুয়া (কুতুপালং) সহ-সভাপতি আপন বড়ুয়া (নলবনিয়া),লিটন বড়ুয়া (চৌধুরী পাড়া), সমিরন বড়ুয়া (ভালুকিয়া), রিপন বড়ুয়া (কুতুপালং), মিন্টু বড়ুয়া (হাঙ্গরঘোনা),প্রমোতোষ বড়ুয়া (পাতাবাড়ী), কিরন বড়ুয়া (রেজুরকুল), বানু চাকমা (তেলখোলা) প্রিয়দর্শী বড়ুয়া (পুরাতন রুমখা), যুগ্নসাধারণ সম্পাদক এড,জয়বর্ধন বড়ুয়া (মরিচ্যা), অজিত বড়ুয়া (কুতুপালং), স্বপন বড়ুয়া (রেজুরকুল), শিশু বড়ুয়া (পুর্বরত্নাপালং),সৈকত বড়ুয়া (চৌধুরী পাড়া),রাহুল বড়ুয়া (মধ্যরত্না পালং),নির্মল কান্তি চাকমা (মাদারবনিয়া)
সাংগঠনিক সম্পাদক রুবেল বড়ুয়া (কোটবাজার), অপু বড়ুয়া (কুতুপালং), এড,দীপন বড়ুয়া (মরিচ্যা), নিপুল বড়ুয়া (পাতাবাড়ী), রাখসেন বড়ুয়া (পুর্বরত্নাপালং), দানু বড়ুয়া ভোলা (চৌধুরীপাড়া),সুমন চাকমা (মনখালী), অর্থ সম্পাদক ডা: সুনিল বড়ুয়া (পুরাতন রুমখা) উপ-অর্থ সম্পাদক কনক বড়ুয়া (রেজুর কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শুভংকর বড়ুয়া (পাতাবাড়ী), উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক রিমন বড়ুয়া মিশু (পুর্বরত্নাপালং), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক মৃদুল বড়ুয়া (মরিচ্যা), উপ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাতু বড়ুয়া (রেজুরকুল), প্রচার সম্পাদক কানন বড়ুয়া (রেজুরকুল),উপ- প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া (মরিচ্যা), দপ্তর সম্পাদক তপন বড়ুয়া (রেজুরকুল) উপ- দপ্তর সম্পাদক মিশু বড়ুয়া (কোটবাজার), সাংস্কৃতিক সম্পাদক শেখর বড়ুয়া (কুতুপালং), উপ-সাংস্কৃতিক সম্পাদক সানি বড়ুয়া (মধ্যরত্নাপালং), ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রনব বড়ুয়া (রেজুরকুল), উপ- ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুবোধি বড়ুয়া ছোটন (পাতাবাড়ি) ধর্মীয় সম্পাদক দীনেশ বড়ুয়া (মরিচ্যা), উপ- ধর্মীয় সম্পাদক রিপন বড়ুয়া (খয়রাতি), সমাজ কল্যাণ সম্পাদক নিকসন বড়ুয়া (পাতাবাড়ী), উপ- সমাজ কল্যাণ সম্পাদক পুজন বড়ুয়া (ভালুকিয়া), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজন বড়ুয়া (কুতুপালং), উপ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া (কোটবাজার)।

পরিষদের কার্যনির্বাহী সদস্যবৃন্দঃ
প্রবাল বড়ুয়া বাবুল (মধ্যরত্নাপালং), পরিমল বড়ুয়া (খয়রাতিপাড়া),সুকেল বড়ুয়া (পুর্বরত্নাপালং),শান্ত বড়ুয়া (ভালুকিয়া),প্রভাত বড়ুয়া (ভালুকিয়া), প্রনব বড়ুয়া (নলবনিয়া),দিপু বড়ুয়া (নলবনিয়া), অমল বড়ুয়া (মরিচ্যা), কনক বড়ুয়া (মরিচ্যা), রাসেল বড়ুয়া (মরিচ্যা), মিটন বড়ুয়া (মরিচ্যা), টিটু বড়ুয়া (রুমখা মহাজনপাড়া), জুয়েল বড়ুয়া (পাতাবাড়ী), সুজন বড়ুয়া (রুমখামহাজনপাড়া),সৈকত বড়ুয়া (পুরাতন রুমখা), সুদত্ত বড়ুয়া (পুরাতন রুমখা),বিকাশ বড়ুয়া (চৌধুরী পাড়া),হেমন্ত বড়ুয়া (চৌধুরী পাড়া),বাবুল বড়ুয়া (পান্যাসিয়া), রিপন বড়ুয়া (পশ্চিম রত্নাপালং), অসোক বড়ুয়া (উত্তরপাড়া পশ্চিমরত্নাপালং),মিটু বড়ুয়া (রেজুরকুল), সুরেশ (রেজুরকুল),সাগর বড়ুয়া (জাদিমুরা), সেতু বড়ুয়া (শিলের ছড়া), মিটন বড়ুয়া (শিলের ছড়া), মিন্টু বড়ুয়া (পুর্বরত্নাপালং),সমিরন বড়ুয়া টাবু (পাতাবাড়ি),সমিরন বড়ুয়া (পাতাবাড়ী), আশু বড়ুয়া (হাঙ্গরঘোনা),প্রবাস বড়ুয়া (হাঙ্গরঘোনা),সাজু বড়ুয়া (কুতুপালং), রাশেল বড়ুয়া (কুতুপালং), রিপন বড়ুয়া (খয়রাতিপাড়া),স্বপন বড়ুয়া (খয়রাতিপাড়া),রনজিত বড়ুয়া (জাদিমুরা)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *