Home » চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার দুই সহোদর

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার দুই সহোদর

ইসলাম পলাশ, চট্টগ্রাম: চট্টগ্রামে বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ২ ভাইকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে খাতুনগঞ্জের আনন্দ মার্কেট থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-পটিয়া উপজেলার জিরীর আব্দল্লাহ সওদাগর বাড়ির মো. ইউনুছের ছেলে মো. কামাল উদ্দিন (২৮) ও মো. সাজ্জাদ হোসেন (১৯)।

নগর পুলিশের অতি উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরের খাতুনগঞ্জের আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়েছে। ডিবির পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানে গিয়ে ভেজাল ঘাওয়া ঘি, ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল ঘাওয়া ঘি তৈরি করে কৌটাজাত করার কথা স্বীকার করেছে। তারা এসব ভেজাল ঘি তৈরি করে এম কে ঘোষাল বাঘাবাড়ি মিল্ক ফ্যাট প্রোডাক্টসের ঘাওয়া ঘি নামে বাজারজাত করে আসছিলো। সম্পর্কে তারা ভাই। তাদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *