শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
সিলেটের নাট্যঙ্গনের অন্যতম সংগঠন দিগন্ত থিয়েটারের ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সিলেট নগরীর মীরের ময়দানে একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল শেষে কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও সম্মিলত নাট্য পরিষদের সাবেক পরিচালক নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক চম্বক সরকার, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সহ-সভাপতি আফজাল হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্য নির্দেশক ও সংগঠন আমিরুল ইসলাম বাবু, সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত , সম্মিলিত নাট্য পরিষদের নির্বাহী সদস্য শান্তুনু সেন তাপ্পুও দিগন্ত থিয়েটারের সিনিয়র সদস্য এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নাট্য সংগঠনের নীলাঞ্জনা দাস টুকু, প্রশাস্ত দে প্রলয়, গৌতম দত্ত চৌধুরী, অমিত ত্রিবেদী, রাজিব রাসেল , এখলাছুর রহমান তন্ময়, অদিতি দাস, রুবেল আহমদ কুয়াশা, তন্ময় নাথ তনু, উত্তম কাব্য, সংগঠনের সভাপতি দুর্জয় পুরকায়স্থের সভাপতিত্বে সিনিয়র সদস্য দিবাকর সরকার শেখরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. সাইফুর রহমান চৌধুরী সুমন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য অজয় কুমার চক্রবর্তী, অমিত দাস শিবু, নিখিলেশ দাস, বাপ্পী চন্দ্র, সাকিল আহমদ, রুবেল চৌধুরী, ডেভিট সুমন, পিংকি রোজারিও, রহিম আহমদ, রাজু রব্বানী, নাকিব চৌধুরী, সাকিব শাওন, আমিনা আক্তার, কামরুন নাহার আনসারী শাওন, দেবী রাজলক্ষী তালুকদার, বিপ্লব দে মুন্না, বোরহান সুমন, নাবিল চৌধুরী, মো. আজিজ, রিগেন রায় রাজ, জুবায়ের আহমদ, ইতি পুরকায়স্থ, মিষ্টু পাল, মারহান মিজান, ভক্তি দাস প্রমুখ।
নির্বাহী সম্পাদক