Home » সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে সংবাদ সম্মেলন আজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে সংবাদ সম্মেলন আজ

অনলাইন ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার দাবিতে ফের সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা। করোনাকালীন প্রণোদনা হিসেবে আবারও জোরালোভাবে এ দাবি তুলছেন তারা। এ জন্য আজ সোমবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন একদল চাকরিপ্রার্থী।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে অনেক চাকরির বিজ্ঞপ্তি হয়নি। ফলে এরমধ্যে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি নানা ক্ষেত্রে ভোগান্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন বলে জানিয়েছেন অনেকে।

এ কারণে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা যৌক্তিক বলে মনে করছেন তারা। বিষয়টি এখন সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন চাকরিপ্রার্থীরা। সে লক্ষ্যে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।

‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই’ কেন্দ্রীয় কমিটি এর আয়োজক বলে জানা গেছে। এর আগে কয়েক দফায় এ দাবিতে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *