স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাংবাদিকসহ ছাত্রজোটের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাস চত্বরে মোদির কুশপুত্তলিকা দাহ করার সময় এ হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।এর মধ্যে ঢাকা মেডিক্যালে ভর্তি আছেন ১৭ জন।
সূত্র: জাগো নিউজ

প্রতিনিধি