শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবীর নামাযের সময় নিরবিচ্ছিন্ন বিদ্র্যৎ সরবরাহ রাখতে গ্রাহকদের প্রতি কিছু নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিরতণ অঞ্চল সিলেট। তাদের পরামর্শ হলো, মিল কারখানা, ওয়েল্ডিং মেশিন, ওয়ার্কসপ, কাপড় ইস্ত্রির দোকান বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা।
মার্কেটগুলোতে রাত ৮টার পর বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখা এবং এই সময়ের পর মার্কেট খোলা রাখতে চাইলে মার্কেট কর্তৃপক্ষকে নিজস্ব জেনারেটর ব্যবহার করা, ফিলিং স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বিউবোর বিদ্যুৎ বন্ধ রাখা এবং ঐ সময় জেনারেটর ব্যবহার করা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা।
এ বিষয়ে বিউবো বিতরণ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
বার্তা বিভাগ প্রধান