Home » বেতাগীতে বিএনসিসির শীতবস্ত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধী অভিযান

বেতাগীতে বিএনসিসির শীতবস্ত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধী অভিযান

অলি আহমেদ : বরগুনার বেতাগীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ বৈশিক মহামারী কভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগনকে সচেতন করতে শোভাযাত্রা ,মাস্ক,লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বেতাগী সরকারী কলেজ মাঠে দরিদ্র মানুষের মাঝে কম্বলবিতরন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।বেতাগী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও ক্যাপ্টেন আঃ ওয়ালিদ এর পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেনেন্ট দেওয়ান রফিকুল আউয়াল।

এতে বক্তব্য রাখেন বিএনসিসির সাবেক সিইও সাংবাদিক এমডি রিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী, পৌর কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান খান,লুৎফর রহমান ফিরোজ মোল্লা, সাবেক ক্যাডার আন্ডার অফিসার অলি আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কামাল খান।

আয়োজকরা বলেন করোনা মোকাবেলায় সরকার সহ বাংলাদেশ সরকারি,বেসরকারী শায়ত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহের পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনী এই মহামারী মোকাবেলায় সরাসরি অবদান রেখে চলছেন।

শীতবস্ত্র বিতরণ শেষে বেতাগী পৌর শহরে বৈশিক মহামারী কভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগনকে সচেতন করতে শোভাযাত্রা ,মাস্ক,লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *