Home » জালালাবাদ থানায় জানুয়ারি-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জালালাবাদ থানায় জানুয়ারি-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জালালাবাদ থানায় জানুয়ারি-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

১৫/০১/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর জালালাবাদ থানার প্রাঙ্গণে জালালাবাদ থানার জানুয়ারি-২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মোঃ শাহরিয়ার আল মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ পিপিএম , সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) জনাব নির্মলেন্দু চক্রবর্তী , জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শরুতেই পুলিশ কমিশনার জানান, যদি কেউ চুরি, ছিনতাই, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জনগণের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মেলবন্ধন সৃষ্ঠি করার জন্য আহবান জানান। এজন্য তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন। যদি কেউ প্রকাশ্যে তথ্য জানাতে ভয় পান তাহলে গোপনে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *