Home » জগন্নাথপুরে শতাধিক কৃতি ছাত্রছাত্রীদের তালামীযের সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে শতাধিক কৃতি ছাত্রছাত্রীদের তালামীযের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, নৈতিকতার অবক্ষয় রোধ করতে প্রযুক্তির অপব্যবহার রুখে দাঁড়াতে হবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা । আজ যারা যোগ্যতা এবং মেধার সাক্ষর রেখে দাখিল ও এস. এস. সি তে উত্তীর্ণ হয়েছেন আপনাদের হাতের দিকে চেয়ে আছে গোটা দেশ এবং জাতি, জাতির এই ক্রান্তি লগ্নে মেধাবীরা এগিয়ে আসলে সমাজে কোন অন্যায় অবিচার থাকবেনা । তিনি আজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় হলিয়ার পাড়া ফাযিল মাদ্রাসার হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এস. এস. সি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । উপজেলা সভাপতি সালেহ আহমদ ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ, জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু তাহের, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী সাহেব, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি হাফিজ তারিছ আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম । উপজেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ ইয়াকুব আহমদের কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুয়েদ আহমদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক শাহনূর আলী জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা তালামীযের সহ সভাপতি মাহফুজুর রহমান নোমান, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ,সহ প্রচার সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, অফিস সম্পাদক হাফিজ জাকির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মাদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ নাজমুল হক, হাফিজ শাহেদ আবেদীন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেজু কোরেশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল খয়ের মুহাম্মদ সালমান, সদস্য হাফিজ জামান আহমদ, মোহাম্মাদ আলী প্রমুখ । সংবর্ধিত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম রাসেল ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *