Home » ভারতের মহারাষ্ট্রে আবারো করোনা হাসপাতালে আগুন, পুড়ে মারা গেল ১০ নবজাতক নিহত

ভারতের মহারাষ্ট্রে আবারো করোনা হাসপাতালে আগুন, পুড়ে মারা গেল ১০ নবজাতক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ নবজাতক নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভান্ডারার কালেক্টর সন্দ্বিপ কদম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০ নবজাতকের মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।

হাসপাতালের সিভিল সার্জন বলেন, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *