Home » উন্নয়ন নিশ্চিত করতে জেলা সরকার গঠন হবে :অর্থমন্ত্রী

উন্নয়ন নিশ্চিত করতে জেলা সরকার গঠন হবে :অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জেলা সরকার গঠন করা হবে। জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ থাকবে। বর্তমান সরকার

দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আশা করছি, আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে রায় দেবেন। আওয়ামী লীগ সরকার গঠন করে ২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করবে।

গতকাল রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ড. একে আবদুল মোমেন রচিত ‘বাংলাদেশের স্বাধীনতা : প্রত্যাশা ও প্রাপ্তি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান।

অর্থমন্ত্রী বলেন, জেলায় জেলায় সরকার গঠন মানে এই নয় যে, কেন্দ্রীয় সরকার থাকবে না।’ কেন্দ্রীয় সরকার দেশের সব উন্নয়ন কর্মকা-ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।’

“জেলা সরকার গঠন হলে এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হবে। এতে জনসেবার মান বাড়বে। প্রতিটি মানুষ যেন জেলায় সব ধরনের সেবা পায়, সেজন্যই এটি করা হবে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *