শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: আর দেশে অতি দারিদ্র্যের হার ৫০ থেকে থেকে ১০ শতাংশে নেমে আসা এবং ২০২৪ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনা যখন এক সম্ভাব্য বাস্তবতা তখন এক ধরনের তৃপ্তি অনুভব করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট-১ আসনের সাংসদ আবুল মাল আব্দুল মুহিত। বয়োবৃদ্ধ এই সাবেক আমরলা ও বর্তমান রাজনীতিবিদ এবার অবসরে যেতে চান। এজন্য তিনি প্রস্তুত। ঢাকায় এক অনুষ্ঠানে আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, তিনি অবসরে যেতে পুরোপুরি প্রস্তুত। গত দুই বছর ধরেই মুহিত অবসরে যাওয়ার কথা বারবার বলে আসছেন। তবে শেখ হাসিনার ইচ্ছাই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটিও জানিয়ে রাখছেন তিনি। নিজের জীবন এবং কাজের ওপর সন্তুষ্ট অর্থমন্ত্রী বলেন, ‘ইয়েস আমি এই মুহূর্তে এসে বলি আমি রিটায়ার করার জন্য যে কোনো সময় প্রস্তুত। একান্ত তৃপ্তির সঙ্গে। সবকিছু হয় না। তবে সাবসটেনসিয়াললি ইট হ্যাজ বিন এক্সিকিউটেড।’
তিনি আরো বলেন, ‘আমার পোভারটি রেট (দারিদ্র্যে হার) ছিল আমাদের দেশে ৭০ শতাংশ্। এটা আমরা বলতাম। কিন্তু এটা আরও ও বেশি ছিল। এখন এটা ২২ শতাংশ। এক্সট্রিম পোভার্টি এখন লেস দেন ১০ শতাংশ। যেকোন দেশে এই ধরনের লোক কিছু থাকবে। কিন্তু একটা সময় এটা ৫০ শতাংশ ছিল। ২০২৪ সালে আমরা মানসম্মত দেশে চলে যাব। পোভার্টি কমপ্লিট হয়ে যাবে ২০২৪ সালের মধ্যে। আমি অত্যন্ত তৃপ্তির সঙ্গে অবসরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি।’