অপেক্ষা পালা শেষ এবার উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

ডেস্ক রিপোর্ট : অপেক্ষা হয়তো শেষ হচ্ছে এবার। নতুন ইতিহাসের পথ গড়বে বাংলাদেশ।
শুরু হচ্ছে মহাকাশে কাব্য লেখার পালা। বহুল প্রতীক্ষিত দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উড়াল দেবে আগামী ১১ মে। মার্কিন বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
যদিও একাধিকবার তারিখ এবং সময় ঠিক হওয়ার পরও সেটা সম্ভব হয়নি।”
”বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। সব ঠিকঠাক আছে।’
আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রযুক্তিগত সমস্যা না থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু ১-এর উৎক্ষেপণের সময় ঠিক করা হয়েছে।’
বাংলাদেশ সময় অনুযায়ী তখন বৃহস্পতিবার রাত ২টা ১২ থেকে ৪টা ২২ মিনিট। সূত্র : আমাদের সময়
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

ইসরায়েলে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)বিস্তারিত

যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।বিস্তারিত