Home » আশ্রয় পেলেন সেই নারী পাইলট

আশ্রয় পেলেন সেই নারী পাইলট

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: ক্যাপ্টেন নিলুফার রাহমানি। আফগানিস্তানের বিমান বাহিনীর প্রথম নারী পাইলট তিনি। জঙ্গিবাদী গোষ্ঠীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া এ নারী পাইলটকে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি জানিয়েছেন, নিলুফার ও তার পরিবার জঙ্গি গোষ্ঠী হুমকির কারণে ১৬ মাস আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন। ওই আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেল আফগান জঙ্গিদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। হত্যার হুমকির কারণে তাঁর পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। আফগানিস্তানে ফিরলে তাঁকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো।প্রশিক্ষণের জন্য নিলুফার ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন। এদিকে, মঙ্গলবার নিলুফার বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যারা অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই। প্রসঙ্গত, নিলুফার ২০১৩ সালে আফগানিস্তানের প্রথম নারী হিসেবে বিমান বাহিনীর পাইলট হন। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *