Home » বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ, মৃত্যু ৯ লাখ ৩৩ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ, মৃত্যু ৯ লাখ ৩৩ হাজার

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৫০৪ জন।

এছাড়া বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ৩৩ হাজার ২২৮ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩ হাজার ৯২১ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৩৫ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বিবেচনায় ভারত তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার ৭৭৬ জন করোনায় মারা গেছেন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন। মৃত্যুর সংখায় ব্রাজিল দ্বিতীয়। করোনায় দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৬৯ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৮ হাজার ৭২৩ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *