Home » ভারতে করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়াল

ভারতে করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে কোণঠাসা ভারতের জনগণ। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে এশিয়ার এই দেশটিতে। ইতিমধ্যে মৃত্যু ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯ টা পর্যন্ত ভারতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। মারা গেছেন ৮২ হাজার ৯১ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে আক্রান্তে ৫০ লাখের গণ্ডি পার করল ভারত।

বেশ কিছু দিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি থাকার পর সোমবার ৮৩ হাজারে নেমেছিল। মঙ্গলবার তা ফের ৯০ হাজার পেরোল। সেই সঙ্গে মৃত্যুও বেড়েছে।করোনা পরীক্ষা বাড়ানোর কারণে দেশটিতে বেশি রোগী শনাক্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ১১৭ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ১৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯৭ জন। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন।

চীনের উহান থেকে করোনাভাইরাসের উত্থান গত বছরের ডিসেম্বরে। এটি এখন বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *