সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের বৃহত্তর সিংগেরকাছ এলাকার কিছু যুবক মিলে গত ১৩ই জানুয়ারি একটি মানবতার দেয়াল তৈরী করে। দেয়াল তৈরী হওয়ার পরপরই সেটা সিংগেরকাছ এর মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে এবং প্রবাসীরা প্রবাস থেকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী শেখ আবদুল্লাহ আল নোমান এর সহযোগিতায় আজ ০২ সেপ্টেম্বর সিংগেরকাছ এর যুব সমাজ মানবতার দেয়াল কে মানবতার ঘরে রুপান্তর করেছে।
পূর্বে কেবল কাপড় দেয়া-নেয়ার ব্যবস্থা থাকলেও বর্তমানে কাপড়সহ খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ ইত্যাদি দেয়া নেয়ার ব্যবস্থা রয়েছে।
উক্ত মানবতার ঘর আজ ফিতা কেটে উদ্ভোদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান কান্ট্রি কো অর্ডিনেটর (সি আর ভি এস) জনাব মোঃ মঈন উদ্দীন সাহেব।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী, সিংগেরকাছ জামে মসজিদের ইমাম শামসুল হক নূরী সাহেব, শেখের গাও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম সাহেব, ফয়ছল খান, আব্দুল কাইয়ূম,আখতার হোসেন শেখ, জাহাঙ্গীর আলম, মোঃআলম, জাকির আহমেদ সহ প্রমুখ।
মানবতার দেয়ালকে মানবতার ঘরে রুপান্তর করার মূল উদ্যোক্তা- মুহিন আহমেদ নেপুর, ইকবাল হোসেন, সাহাব উদ্দীন ও ফাহিম আহমদ।
সিংগেরকাছে মানবতার দেয়াল থেকে মানবতার ঘর
