Home » সিলেট কল্যাণ সংস্থা’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত

সিলেট কল্যাণ সংস্থা’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে “বাঁচাও যুব বাঁচাও দেশ, এ প্রজন্মের যুব মুক্তিযোদ্ধারাই গড়বে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ মে ২০১৮ শনিবার সকাল সাড়ে ৯টায় কাজীরবাজার সেতুর উত্তর প্রাঙ্গণে যুব সমাবেশ, বেলা ১১টায় কাজীর বাজার সেতুর মধ্যখান হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, বেলা ১১.৪৫ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১৯৭১ এর শহীদদের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, দুপুর ১২টা ১৫ মিনিটে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংগঠনিক কর্মতৎপরতায় অবদান রাখার জন্য সংগঠনের সদস্যদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান এবং দুপুর ১টায় ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগীতায় ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট এর প্রচারে দিনব্যাপী কর্মসূচীর যুব সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদেরকে দক্ষ, কর্মমুখী, গতিশীল ব্যক্তি হিসেবে সমাজে উপস্থাপনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগ তথা মহানগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে যুব সমাজকে নিয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচীর মাধ্যমে দাবী উপস্থাপন করে যাচ্ছে। ৫ মে ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়া সংগঠন ধারাবাহিক কর্মতৎপরতা পরিচালনার মাধ্যমে আজ ২০ বৎসর পূর্ণ করে ২১ বৎসরে পদার্পন করেছে। সার্বিক কার্যক্রম পরিচালনা ও প্রচারে সহযোগীতা করায় সামাজিক আন্দোলনের যুব সহযোদ্ধাসহ সর্বস্তরের শুভাকাঙ্খী, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সংশ্লিষ্ট সকলকে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন থেকে অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত শ্বাশত সুন্দর সমাজ গঠনের রূপকার, ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক, দক্ষ, কর্মমূখী ও গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা সংস্থা গুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহাছানুল হক তাহেরের সভাপতিত্বে সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরীর পরিচালনায় দিনব্যাপী কর্মসূচীর শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের যুব নেতা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুখ্তার আহমদ তালুকদার।

যুব সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর সভাপতি আশরাফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের তত্ত্বাবধায়ক আফতাব আলী, সিলেট কল্যাণ সংস্থা’র উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সদস্য মোঃ নাজমুল হুসাইন, মোঃ আলমগীর হোসেন, গাজী আলমগীর হোসাইন, মোঃ আলিম উদ্দিন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র উপদেষ্টা নুরুল ইসলাম চৌধুরী, পৃষ্টপোষক মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দু শহীদ, প্রচার সচিব ফখরুল আল হাদী, যুগ্ম প্রচার সচিব বিজিত চন্দ, প্রবাসী বিষয়ক সচিব মোঃ বদরুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন, সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ খালিক নুর, সাংগঠনিক সচিব মোঃ মিজানুর রহমান রুমন, যুগ্ম সাংগঠনিক সচিব আনহার চৌধুরী রাজু, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মুকিত, সদস্য সচিব মোঃ আশিক আহমদ, যুগ্ম সদস্য সচিব ইসমত ইবনে ইসহাক, মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সচিব মোঃ মকবুল চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব মোঃ শরীফ আহমদ চৌধুরী, প্রচার সচিব মাহফুজ আল গালিব, সিসিক ৬নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ ইমন আহমেদ, মোঃ সোহেল খান, ৮নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম হিমেল, সদস্য সচিব মোঃ মিজান উদ্দিন, ১০নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক অলক কুমার দে, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন তালুকদার রনি, সদস্য সচিব ফরহাদ রানা, সাংগঠনিক সচিব আব্দুল আলিম, ১৪নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ মুহিবুর রহমান, ১৫নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক ফয়জুর রহমান ফয়ছল, ১৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ আবু তাহের, ২৪নং ওয়ার্ড কমিটির সমন্বয়ক মিলাদ আহমেদ, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব জসিম তালুকদার, ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য মোঃ নাজমুল হুসাইন, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, মোঃ রুহেল বক্ত তুষার, মোঃ নিয়াজ কুদ্দুস খাঁন, মাহবুব ইকবাল মুন্না, অন্যান্য যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ নুরুল গনি, মীর সাইফুল, কোহিনুর রহমান, কামরুল হাসান, আরাফাত হোসেন সোহাগ, মোঃ সাজ্জাদ হোসেন, রুবেল মিয়া, ইফতেখার আহমদ সানি, মোঃ মওদুদুর রহমান মাজেদ, মোঃ সৌরভ খান, আব্দুল লতিফ রায়হান, মোঃ পিকুল হোসেন, এবাদ উল্লাহ, মোঃ ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, রুমন আহমদ, মোঃ শামছুল ইসলাম, গৌরব শীল, মোঃ আশরাফুর রহমান দবির, মামুনুর রশীদ মামুন, মিলাদ আহমদ, মাসুম আহমদ মাসুম, নাহিদুল ইসলাম পারভেজ, ইলিয়াস আহমদ, ইউসুফ আহমদ, গোপাল বিশ্বাস,

আজিম উদ্দিন, আনসারুল হক, তপন চন্দ্র, মোঃ লায়েক আহমেদ, জালাল হোসেন, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ আব্দুল মুকিত ফায়েক, রাসেল হোসেন, মোঃ শামসুল ইসলাম, রাশহা রেজুওয়ান নাফি, আব্দুল হামিদ চৌধুরী, হুসাইন আহমেদ, সানি মাহমুদ চৌধুরী, রুমন আহমদ, নোমান আহমদ রাব্বি, রাজু আহমদ, সাকের আহমদ, রাকিব আহমেদ, রিফাত আহমেদ, আমান উদ্দিন আমান, আব্দুল বাছিত, সৈয়দ ইব্রাহীম, শাকিল আহমদ, আইমন আহমেদ মাহিন, মস্তোফা আহমদ, আব্দুল হালিম, রাফি আহমদ, লতিফুর রহমান উজ্জল, মোঃ নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, তানভীর হোসেন, আব্দুর রহিম, ফয়জুন নুর, রুহেল আহমদ, নাজমুস সাকিব চৌধুরী। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে সংগঠনগুলোর নেতৃবৃন্দরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শহীদ মিনারের পাদদেশে দোয়া পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সাংগঠনিক কর্মতৎপরতায় অবদান রাখায় সংস্থাগুলোর ১’শ ৫০ জন সদস্যের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করে কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *