ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৬ বছর পর অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে অন্তত সাড়ে তিন লাখ মুসল্লি উপস্থিত হয়েছে। গতকাল শুক্রবার ঐতিহাসিক জুমার নামাজে মুসল্লিদের জায়গা দেওয়া যাচ্ছিল না।
তুরস্কের আদালত ১৯৩৪ সালে ডিক্রি বাতিল করার পর মসজিদটি যাদুঘরে পরিণত করা হয়েছিল। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারাহ পাঠ করেন। এরপর চারজন মুয়াযজিন মসজিদের চার মিনার থেকে আযান দেন।
এরদোয়ান বলেছেন, সব রকমের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আয়া সোফিয়া মসজিদে সব ধর্মের লোক আসতে পারবে এবং পরিদর্শন করতে পারবে। বর্তমানে আয়া সোফিয়া শিকড়ে ফিরে গেল। এটি ছিল একটি মসজিদ এবং আবার মসজিদে পরিণত হলো। আমার প্রত্যাশা, এটি মসজিদ হিসেবে চিরকাল সমস্ত মুমিনদের সেবা করবে।
তিনি আরো জানিয়েছেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আয়া সোফিয়া এবং তৎসংলগ্ন এলাকা দেখভাল করবে। গতকাল জুমার নামাজের আগে তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের (দিয়ানেট) প্রধান আলি ইরবাস খুৎবা পাঠ করেন।
জানা গেছে, তুরস্কের ধর্মীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বৃহস্পতিবারই তিনজন ইমাম এবং পাঁচজন মুয়াযজিনকে ওই মসজিদের জন্য নিয়োগ দিয়েছেন। ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মেহমেত বয়নুকালিন, ফেরুহ মুস্তুয়ার এবং বুনিয়ামিন টপকুলু।
সূত্র : ফাইভ পিলারস

প্রতিনিধি