শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় শাবি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা একটি র্যালি বের করে। র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের চেতনা-৭১ এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক সাইফ সায়েম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রিফাত আল মামুন, দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমেদসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দেশ বিদেশে সাংবাদিক নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে যা খুবই উদ্বেজনক। সরকার ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বিচারহীনতার সংস্কৃতি ও সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যা, হামলার ঘটনা ঘটছে। তারা এ অবস্থার অবসান দাবি করেন। এছাড়া তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বার্তা বিভাগ প্রধান