স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলছে হোটেল-রেস্টুরেন্ট

স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট। আজ মঙ্গলবার (১৪ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখতে সম্মতি জানিয়েছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
সিলেট চেম্বার সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ সিলেটের হোটেল, রেস্টুরেন্ট মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতির সাথে আলাপের প্রেক্ষিতে এই সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক।
উল্লেখ্য যে, চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা করতে হবে, সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে, রেস্টুরেন্ট বা খাবারের দোকানে কোন প্রকার আড্ডা চলবে না, খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

প্রতিনিধি
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More