Home » ওসমানীনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ওসমানীনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: সিলেটের ওসমানীনগরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুরুয়া এলাকার দূর্ঘটনাটি ঘটে। আরোহী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ছান্দাইপাড়া গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সাইদুল ইসলাম পংকি (৪১)।
বুধবার বেলা ২টায় নিহতের নিজ গ্রাম চান্দাইরপাড়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় একটি নীল রংয়ের পালসার মোটরসাইকেল নিয়ে সিলেট শহর থেকে বাড়ি ফিরছিলেন পংকি। ঘটনাস্থল কুরুয়া এলাকার স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসার পর সিলেটগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে তাকে পৃষ্ট করে দ্রুত গতিতে চলে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে পংকিকে উদ্বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সুহেল রানা বলেন, পুলিশ ঘাতক বাস টিকে আটকের চেষ্টায় তৎপর রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *