Home » কঠিন রোগে আক্রান্ত মান্নার বাঁচার আকুতি

কঠিন রোগে আক্রান্ত মান্নার বাঁচার আকুতি

রাজু দাশ, চকরিয়া: চকরিয়ায় জন্মের পর থেকে বিরল রোগে আক্রান্ত হয়ে অকালে ঝরে যাবার পথে টিসু দাশ মান্না (১৭) নামে এক তরুণ। সমাজের বিত্তশালীদের একটু সহানুভূতিশীল আর্থিক সহযোগিতায় জ্বলে উঠতে পারে তার সুন্দর জীবনের প্রদীপ।

বিরল রোগে আক্রান্ত টিসু দাশ মান্না (১৭) চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড ভরামুহুরী হিন্দু এলাকায় রেখা দাশের ছেলে।

রেখা দাশ তার ছেলের বিরল রোগের বর্ণনায় বলেন, আমার এক মাত্র ছেলে টিসু দাশ মান্না জন্মের ৫ বছরের পর থেকে আকস্মিকভাবে বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে।
বিরল রোগে আক্রান্তের পর থেকে দিন দিন শরীর টিউমার আকৃতির মতো বড় হচ্ছে। এ অবস্থায় ঠিক মতো ঘুমাতেও পারে না। অসহ্য যন্ত্রণায় দিন-রাত ছটফট করতে থাকে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছি পরিবারটি। এত অভাব-অনটনের মাঝে চিকিৎসার ব্যয়বহুল খরচ যোগানো পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এখনই এই রোগের উন্নত চিকিৎসা করানো না গেলে টিসু মারাত্মক ঝুঁকি থাকবে বলে জানিয়েছেন ডাক্তার। পরিশেষে আমার ছেলের আরোগ্য লাভ এর জন্য আমি সবার সার্বিকভাবে সহযোগিতা এবং আর্শীবাদ কামনা করিতেছি।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে।
সামাজিক বেশ কিছু সংগঠনের সহায়তার করছেন। আবার অনেকেই সহযোগিতার আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেন নি।
বিরল এই রোগ থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ জানান মান্নার মা রেখা দাশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *