Home » যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, ৯ জনের মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, ৯ জনের মৃত্যুর শঙ্কা

তাদের বহনকারী সি-১৩০ বিমানটি বুধবার জর্জিয়ার উপকূলীয় শহর সাভানার স্থানীয় বিমানবন্দরের কাছে একটি মহাসড়কের সংযোগস্থলের পাশে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি।

সাভানা মর্নিং নিউজের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ঘটনার সময় পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অধীন বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে ও সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের মুখপাত্র মেজর পল ডাহলেন বলেছেন, “বিমানটিতে পাঁচ ক্রু সদস্য ও আরও চার যাত্রী ছিল বলে নিশ্চিত হয়েছি আমরা।”

এর আগে বিমানটিতে অন্তত পাঁচ জন ছিলেন বলে ধারণা প্রকাশ করেছিলেন কর্মকর্তারা।

জর্জিয়ার এয়ার ন্যাশনাল গার্ড ক্যাপ্টেন জেফরি বেজোর জানিয়েছেন, স্বজনদের জানানোর পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।

এক টুইটে পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়ে যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের ও তাদের স্বজনদের জন্য ‘শোক ও প্রার্থনায়’ সবাইকে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *