সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা কর্তৃক ডাকাত আবুল প্রকাশ জামাল (৩৫) গ্রেফতার গত ১৬/০৬/২০২০খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৫:০০ ঘটিকার সময় ডাকাত আবুল প্রকাশ জামাল (৩৫) পিতা- মৃত সমশের আলী, সাং- বালিজুরী, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- আখালিয়া (জাহাঙ্গীরের বাসা), থানা- কোতয়ালী, জেলা-সিলেটকে দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মো: ইসমাইল পিপিএম-বার, অফিসার ইনচার্জ জনাব খায়রুল ফজল এর নির্দেশে মামলার তদন্তকারী অফিসার এসআই/শিপলু চৌধুরীর নেতৃত্বে এসআই/রিপন দাস, এসআই/যতন চন্দ্র পাল, এএসআই/মো: নাজির হোসাইন, এএসআই/মোখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সুরমা আবাসিক এলাকা হইতে গ্রেফতার করা হয়। বর্নিত ডাকাত আবুল প্রকাশ জামাল (৩৫) দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২, তাং-২৮/০১/২০২০খ্রি:, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী। তাহাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে নিম্মে লিখিত মামলা সমূহ
১। এসএমপি কোতয়ালী থানার মামলা নং- ১৯ তাং- ০৬/০৮/২০১০খ্রি: ধারা- ৩৭৯/৫১১ পেনাল কোড, ২। সিলেট কানাইঘাট থানার মামলা নং- ০৭ তাং- ০৭/১১/২০১৫খ্রি: ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড,
৩। সিলেট বিশ্বনাথ থানার মামলা নং- ১৮ তাং- ২১/০৫/২০১৪খ্রি: ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড ও
৪। সুনামগঞ্জ ছাতক থানার মামলা নং- ০৯ তাং- ১২/০৬/২০১২খ্রি: ধারা- ৩৮০/৪৫৭/৪১১ পেনাল কোড এর অভিযুক্ত আসামী। অদ্য ১৭/০৬/২০২০খ্রি: তারিখে বর্নিত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।