সিলেট শামসুদ্দিন হাসপাতালে আরো একজনের মৃত্যু, আশঙ্কাজনক ১৩

করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন ইউনিয়নে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
রেড জোন সিলেটে করোনা আক্রান্ত আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে তারা চিকিৎসাধীন। হাসপাতালে বর্তমানে ৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মময় দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এ ১৩ জনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন আছেন ২৩ জন।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More