ছিনতাই এর নাটক সাজিয়ে ৩,০৬,০০০(তিন লক্ষ ছয় হাজার) টাকা ছিনতাই অতপরঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার। গত ০৭/০৬/২০২০খ্রিঃ তারিখ দপুর অনুমান ১২:৪০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন মদিনা মার্কেটস্থ রূপালী ব্যাংকের সামনে রাস্তার উপর ছিনতাই এর নাটক সাজিয়ে ৩,০৬,০০০(তিন লক্ষ ছয় হাজার) টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিক নির্দেশনায় এসআই/খোকন দাস, এসআই/ইবাদুল্লাহ ও এএসআই/সাজ্জাদ সঙ্গীয় ফোর্স সহ ০১ ও ০৪ নং ছিনতাইকারীদেরকে আটক করেন এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করেন। ছিনতাইকারীঃ- ১। মোঃ আব্দুল হক (১৯) পিতা- মোঃ রমজান আলী মাতা-মৃত সিতারা বেগম, গ্রাম- গোবিন্দগঞ্জ নতুন বাংলাবাজার, পোঃ ছৈলা আফজলাবাদ, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ বর্তমান: গ্রাম- নিবাস-১৬ পশ্চিম পাঠানটুলা, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট ২। আব্দুল্লাহ আল সাদী (১৯) পিতা-মৃত শামসুদ্দোহা খান, গ্রাম-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-এসডি ভবন, আখালিয়াঘাট, ২নং গলি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ৩। কামরান মিয়া (২০) পিতা-মোঃ মারুফ আহমদ, গ্রাম-উদ্দীপন-বি-৪, ব্রাহ্মণশাসন, নয়াবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ৪। রাশেদ (২০) পিতা-অজ্ঞাত, গ্রাম-ডলিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। ঘটনার বিস্তারিত গত ০৭/০৬/২০২০খ্রিঃ তারিখ দপুর অনুমান ১২:৪০ ঘটিকার সময় মোঃ আব্দুল হক (১৯) পিতা- মোঃ রমজান আলী মাতা-মৃত সিতারা বেগম, গ্রাম- গোবিন্দগঞ্জ নতুন বাংলাবাজার, পোঃ ছৈলা আফজলাবাদ, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ বর্তমান: গ্রাম- নিবাস-১৬ পশ্চিম পাঠানটুলা, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট ও তাহার ছোট ভাই নাজমুল হক (১২) সহ রূপালী ব্যাংক লিঃ মদিনা মার্কেট শাখা, সিলেট হইতে গোপন নাম্বারের মাধ্যমে উল্লেখিত টাকা উত্তোলন করে। উক্ত টাকা হইতে মোঃ আব্দুল হক (১৯) তাহার ছোট ভাই নাজমুল হকের কাছে দুটি বান্ডিলে ৫১০০০/- (একান্ন হাজার) টাকা দেয় এবং অবশিষ্ট ২,৫৫,০০০/- (দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মোঃ আব্দুল হক (১৯) এর কাছে রাখে। পরবর্তীতে মোঃ আব্দুল হক (১৯) তাহার ছোট ভাই নাজমুল হক সহ ব্যাংকের নিচে নামার সাথে সাথে মোঃ আব্দুল হক (১৯) এর পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহ আল সাদী (১৯) পিতা-মৃত শামসুদ্দোহা খান, গ্রাম-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-এসডি ভবন, আখালিয়াঘাট, ২নং গলি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ৩। কামরান মিয়া (২০) পিতা-মোঃ মারুফ আহমদ, গ্রাম-উদ্দীপন-বি-৪, ব্রাহ্মণশাসন, নয়াবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট একটি সিএনজি যোগে ঘটনাস্থলে আসিয়া মোঃ আব্দুল হক (১৯) সিএনজিতে উঠাইয়া নিয়া যায়। মোঃ আব্দুল হক (১৯) এর ছোট ভাই নাজমুল হক দৌড়ে বাসায় যাইয়া তাহার পরিবারের সদস্যদেরকে জানাইলে তাহারা ঘটনাস্থলে আসিয়া এখানে টাকা ছিনতাই হইয়াছে বলিয়া কোতোয়ালী মডেল থানায় সংবাদ দেয়। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া কোতয়ালী থানা পুুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও মোঃ আব্দুল হক (১৯) এর ছোট ভাই নাজমুল হক সহ এবং স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও নাজমুল হক সহ স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি পুলিশের সন্দেহ হইলে পুলিশ মোঃ আব্দুল হক (১৯) থানায় আনিয়া জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, মোঃ আব্দুল হক (১৯) এর মামার উল্লেখিত টাকা প্রতারনা মূলকভাবে আত্মসাতের উদ্দেশ্যে সে তাহার নিজের হাত বেøড দিয়ে কেটে তাহার সহযোগী আব্দুল্লাহ আল সাদী (১৯) এবং রাশেদ (২০) এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছে। মোঃ আব্দুল হক (১৯) এর স্বীকারোক্তি মোতাবেক জালালাবাদ থানাধীন আখালিয়া ঘাট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া আব্দুল্লাহ আল সাদী (১৯) এর বসতঘরে তাহার হেফাজত হইতে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ব্যবহৃত মোবাইল সেট (সংযোগ বিহীন) উদ্ধার পূর্বক যথাযত ভাবে জব্দ করেন। পরবর্তীতে মোঃ আব্দুল হক (১৯) বসতঘর হইতে তাহার ছোট ভাইয়ের দেখানো মতে ৫১,০০০(একান্ন হাজার )টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। এই সংক্রান্তে রিদানুল ইসলাম আজাদ (২০) পিতা- আকবর আলী, মাতা- মোছাঃ ছালেতুন বিবি, গ্রাম- মোহাম্মদপুর, পোঃ জাহিদপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম- বøক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ (রঃ), জেলা-সিলেট বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে কোতয়ালী মডেল থানা পুলিশ ০১ ও ০৪ নং আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
নাটক সাজিয়ে ৩,০৬,০০০ টাকা ছিনতাইকারী পুলিশের অভিযানে গ্রেফতার
