Home » কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান শহরের চিহ্নিত ০২(দুই) জন ছিনতাইকারী গ্রেফতার

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান শহরের চিহ্নিত ০২(দুই) জন ছিনতাইকারী গ্রেফতার

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক সিলেট শহরের চিহ্নিত ০২(দুই) জন ছিনতাইকারী হাতেনাতে আটক করে গত ০২/০৬/২০২০খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করত: নগদ ১,৩০,০০০/- টাকা সহ একটি এন্ড্রুয়েড মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সৌমেন মৈত্র সাহেবের দিক নির্দেশনায় এসআই/শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ছিনতাইকারীদেরকে ধাওয়া করে। সি.এন.জি দ্রæত গতিতে পালানোর চেষ্টা করলে তখন তালতলা হতে মিরের ময়দানের দিকে আসার সময় তাদের গাড়ি পিছন হতে কোতোয়ালী মডেল থানাধীন মিরের ময়দানস্থ পুলিশ লাইন গেইটের সামনে হইতে উপস্থিত জনগনের সহায়তায় ০২ জন চিহ্নিত ছিনতাইকারীকে প্রায় ০২ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো ১। পার্থ প্রীতম মজুমদার  অয়ন (২৫) পিতা-প্রানেশ মজুমদার, মাতা-শেলী মজুমদার, সাং-সানবাড়ি, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-২২/বি দাড়িয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।২। রিয়াজুল ইসলাম (২৫) পিতা-ইসকান্দর আলী, মাতা-খাদিজা বেগম, সাং-অশুক সেন, করম আলী, ফরাজি বাড়ী, থানা-আগৈলঝারা, জেলা-বরিশাল, বর্তমানে-বাদাম বাগিচা-৩১/১, সিদ্দিক মিয়ার বাড়ী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে ছিনতাইকৃত ০১টি স্যামসাং গ্যালাক্সি মোবাইল সেট ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি টিপ চাকু, ০১টি রামদা সহ সিলেট-থ-১১-৩১৯৮ সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জনাব আশরাফ উদ্দিন মামুন বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০২, তাং-০৩/০৬/২০২০খ্রিঃ, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রত বিচার) আইনে মামলা রুজু করা হয়। বর্ণিত আসামীদ্বয়কে অদ্য অত্র মামলায় বিজ্ঞ সি.এম.এম আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *