Home » করোনার মধ্যেই শুরু হচ্ছে অ্যাভাটার ২ সিনেমার শুটিং

করোনার মধ্যেই শুরু হচ্ছে অ্যাভাটার ২ সিনেমার শুটিং

হলিউডের রেকর্ড করা সিনেমা‌ ‘অ্যাভাটার’। জেমস ক্যামেরনের এ ছবি দুনিয়াজুড়ে দর্শক মাতিয়েছে। দারুণ এক গল্পে টানটান উত্তেজনার সিনেমাটির কথা নিশ্চয় মনে আছে। থ্রিডিতে মুক্তি পাওয়া এই ছবির অ্যানিমেশন মাথা থেকে যেন যেতেই চায় না। ঘোর লেগে থাকে অনেক্ষণ।‘অ্যাভাটার’ তৈরি হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অনেকেই ক্যামেরনকে বলেছেন, কবে আসবে এই ছবির সিক্যুয়েল। বলেছিলেন, প্রস্তুতি চলছে।

এবার জানা গেল, শুরু হতে চলেছে ‘অ্যাভাটার টু’-এর শুটিং। করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানোর আগেই নিউজিল্যান্ডে শুটিং শুরু করার কথা ছিল। সেই মতো নিউজিল্যান্ডে প্রস্তুতিও সেরে ফেলেছিলেন পরিচালক। কিন্তু তখন বন্ধ করে দেওয়া হয় কাজ।

তবে এখন লকডাউন হালকা হতেই ফের শুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে স্পেশাল ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন পরিচালক। জানা গেছে, করোনা ভাইরাসের সব সরকম সর্তকতা মেনেই হবে শুটিং।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *