সোমবার সিলেট ওসমানীর ল্যাবে করোনা শনাক্ত ১৯, শাবির ল্যাবে ৮

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে দশটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ওসমানীতে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৯টি পজিটিভ আসে। এদের সকলের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, সোমবার (২৫ মে) পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭০টি নমুনা জমা হয়। আগের সংগ্রহকৃত কিছু মিলিয়ে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ১৫০টির মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সোমবার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এই তথ্য নিশ্চিত করেছেন।
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More