শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করে সিলেটে প্রবেশের সময় ৪ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ এপ্রিল) রাত ৮টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে আসামপাড়া হতে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে। প্রথমে পুলিশের নিকট ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেদের পরিচয় দিলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা অবৈধভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷
আটককৃতরা হল নাইজেরিয়ার বাসিন্ধা অভি চিসম এনেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) এবং জেম্স ওকে সিহা (৩০)৷
এদিকে আশাচি লিনাস এনমনি নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর নেই এবং তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷
তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
বার্তা বিভাগ প্রধান