শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান এলাকার সদরপাড়া থেকে বরের গাড়িতে হামলা করে কনেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বরের পরিবার। শুক্রবার (২৭ এপ্রিল) দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটের সামনে বিকাল পৌনে পাঁচটার দিকে এঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ এ নিয়ে কাজ করছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের (১৮) সঙ্গে বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে করে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল হামলাকারী। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনে তানিয়াকে নিয়ে যায়। পুলিশ আরও জানায়, গাড়িতে হামলার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু নামে এক তরুণ। সে তানিয়াকে পছন্দ করতো বলে কনের পরিবার থেকে জানতে পেরেছে পুলিশ। তবে বিয়ের সময় তানিয়ার কাছে পছন্দের বিষয়ে কিছু জানতে চাইলে সে কিছুই জানায়নি। তবে বাবুর সঙ্গে তানিয়ার আদৌ কোনও প্রেমের সম্পর্ক রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা বিভাগ প্রধান