তুমি একবার এসো তরুণী, শুধু একবার।
চোখের উঠোন জুড়ে, বুকের জমিন জুড়ে…..
এই বিষন্ন দুপুরকে শান্ত করে দাও তোমার সুশৃঙ্খল পদভারে।
ফুসফুসের প্রধান ফটক মাড়িয়ে, তুমি প্রবেশ করো একদম হৃদয়ের গহীনে। যেখানটায় জমে আছে তোমার জন্য উদ্বেলিত প্রেম।
আমাকে গ্রহণ করে জীবনের সমস্ত ভারের অর্ধেক তোমার করে নাও। এই দীর্ঘপথে সঙ্গহীন চলতে চলতে আমি ভীষণ ক্লান্ত। হেলান দিয়ে বিশ্রাম নেয়ার জন্য তোমাকে ভীষণ প্রয়োজন। আমার সকল একাকীত্ব তুমি নিজের করে নাও। অফিস শেষে ঘরে ফিরে, ক্লান্তির সকল ঘাম মেখে দিতে চাই তোমার শরীরে।
রাতে বিদ্যুৎ চলে গেলে, বেলকনিতে কফি হাতে দাঁড়িয়ে, জ্যোৎস্নার আলোয় তোমাকে দেখবো। আর জ্যোৎস্না না থাকলে, মোমবাতি জ্বালিয়ে মুখোমুখি বসে, তোমার চোখের ভেতর ফুরিয়ে যাবো। কী অদ্ভুত ভাবনা, তাই না? কিন্তু এটাই সত্যি……
দেখো……
আমি তোমার চোখের ভেতর ফুরিয়ে যেতে যেতে মোমবাতিটাই ফুরিয়ে যাচ্ছে। জীবনটা ঠিক এরকমই। প্রচন্ড অভিমান নিয়ে ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে।
আসবে একবার? সব ভার বহন করতে?
- আসবে?