শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: ফেরার প্রতিশ্রুতি দিয়ে অসুস্থ স্ত্রীকে দেখতে মেয়েকে নিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়লেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার (১৮ এপ্রিল) তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বলে মেয়ে মরিয়ম নেওয়াজ টুইটারে দেয়া এক বার্তায় নিশ্চিত করেছেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে বলছে, নওয়াজ শরিফ পত্মী কুলসুম নওয়াজ লিম্ফোমায় আক্রান্ত। বর্তমানে লন্ডনে তিনি চিকিৎসাধীন আছেন।
মেয়েকে নিয়ে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারলাইন্সের বিমানে দেশ ছাড়েন নওয়াজ। দুর্নীতির দায়ে দেশটির অ্যাকাউন্টেবিলিটি আদালতে নওয়াজের শুনানি রয়েছে। তবে আগামী ২২ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
দেশ ছাড়ার আগ মুহূর্তে টুইটে মরিয়ম নওয়াজ আগামী শুনানির আগেই ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন। একদিন আগেই টুইটে তিনি বলেন, আমার মাকে আবারো হাসপাতালে নেয়া হয়েছে। এজন্য তিনি দেশবাসীকে তার মায়ের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
বার্তা বিভাগ প্রধান