
ফিনল্যান্ডে দক্ষিণ-পশ্চিমে তামপেরে শহরে যেন কেউ নেই
হংকং ডিজনিল্যান্ড গত ২৬ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে ফাঁকা সড়ক পার হচ্ছেন মাস্ক পরা একজন
দিল্লির কনাট প্লেসে ছবি তোলার জন্য বেশিরভাগ সময় মানুষের ভিড় থাকে। কিন্তু এখন শুধুই কবুতরদের রাজত্ব
দিল্লির বিখ্যাত সফদার জং সমাধি জনশূন্য
করোনাভাইরাসের বিস্তার রোধে ফাঁকা মক্কার গ্র্যান্ড মসজিদ
দুবাইয়ে একটি সৈকত জনশূন্য। সংযুক্ত আরব আমিরাতে পার্ক ও সৈকতসহ সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ
লেবাননে জরুরি অবস্থা চালুর পর সিডন শহরে উপকূল ঘেঁষা পথে হাঁটছেন হাতেগোনা কয়েকজন
অস্ট্রেলিয়ার সিডনি শহরের ম্যানলি বিচে ‘সৈকত বন্ধ’ সাইনবোর্ড
সূত্র: বাংলা ট্রিবিউন





লন্ডনের মিলেনিয়াম ব্রিজ ভিড়ের সময়ও ফাঁকা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড বন্ধ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত রোডিও ড্রাইভ সড়কে সুনসান নীরবতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ‘ঘরে থাকুন’ জারির প্রথম দিন নিউ ইয়র্কের ম্যানহাটান শহরের একটি সড়কের চিত্র
নিউ ইয়র্ক সিটি সাময়িক বিরতিতে যাওয়ার নির্বাহী আদেশ বাস্তবায়নের কয়েক ঘণ্টা পর টাইমস স্কয়ার
ব্রাজিলের রাজধানী রিও ডি জানেইরোর প্রাণকেন্দ্রে প্রায় জনশূন্য প্রেসিডেন্ট ভার্গাস এভিনিউ ও সেন্ট্রাল দো ব্রাজিল স্টেশন
কলম্বিয়ায় বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সবাইকে। তাই দেশটির রাজধানী বোগোটার সড়ক যেন কোনও মরু প্রান্তর
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফ্রান্তিসকো দে মিরান্দা আভেনিউ কার্যত মরুভূমি
ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে ক্যাথলিকদের গির্জা পানথিয়ন (একসময়ের রোমান মন্দির) ও এর সামনের চত্বর পিয়াৎজা দেলা রোতান্দা পুরো ফাঁকা
ইতালির ভেনিসে ফাঁকা গলিতে টহল দিচ্ছে ক্যারাবিনিয়েরি পুলিশ। একটি ঘরের দরজায় কাগজে লেখা ‘আন্দ্রা তুত্তু বেনে’। বাংলায় এর অর্থ– ‘সব ঠিক হয়ে যাবে
* ইতালির মিলান শহরের পিয়াৎজা দুয়োমো তথা ক্যাথেড্রাল স্কয়ার প্রায় ফাঁকা।
ফ্রান্সের রাজধানী প্যারিসের স্মৃতিস্তম্ভ আর্ক দে ত্রিওম্ফের সামনে সাইক্লিস্টের কাগজপত্র দেখছেন একজন পুলিশ কর্মকর্তা
ফ্রান্সের উপকূলীয় শহর নিসের প্রমিনেদ দে অঙ্গলেতে ভূমধ্যসাগরের দিকে তাকিয়ে এক ব্যক্তি। তার চারপাশ শূন্য
বিশ্বে যত শিল্পকর্ম জাদুঘর আছে সেগুলোর মধ্যে প্যারিসের লুভরে সবচেয়ে বেশি দর্শনার্থী সমাগম হয়। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে জাদুঘরটি বন্ধ রয়েছে
স্পেনের বার্সেলোনায় লাস ব্রামব্লাস ব্যস্ত থাকে শপিংয়ের কোলাহলে। কিন্তু লকডাউনের কারণে সড়কটি নির্জন
স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে আলকালা দে পেনারেস শহরে একটি ফাঁকা গলিতে সেনা সদস্যদের টহল।
জার্মানির মিউনিখ শহরের মারিয়েনপ্লাৎসে আন্ডারগ্রাউন্ড স্টেশনে যাত্রী নেই বললেই চলে।













