সিলেটে করোনা পরিক্ষা ফলাফল মিলবে দুই থেকে তিন ঘন্টায়

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।
পরিক্ষার ফলাফল পেতে ২/৩ ঘন্টা সময় লাগবে তবে পরিক্ষার ফলাফল সিলেট থেকে নয়, ঢাকা থেকে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাশু লাল রায়।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টায় হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে স্থাপন করা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় আরো জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে নমুনা আমাদের কাছে এসেছে। আমরা এগুলা পরিক্ষা করবো। ফলাফল পাওয়া যাবে ২/৩ ঘন্টার মধ্যে।ফলাফল প্রকাশ করা হবে ঢাকা থেকে।
সংশ্লিষ্টরা জানান, গত ৩০ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেনের প্রচেষ্টায় করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে।
মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি স্থাপন করা শুরু হয়। গতকাল সোমবার তা স্থাপন করা শেষ হয়। করোনা পরীক্ষার জন্য প্রায় ৫শ কিটও এসেছে হাসপাতালে। এছাড়া এরই মধ্যে নার্স, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More