মঙ্গলবার থেকেই পরীক্ষা করা শুরু হবে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে

আগামীকাল মঙ্গলবার থেকেই পরীক্ষা করা শুরু হবে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, আজ সিলেটে যাদের নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল সেগুলো ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। এখন থেকে সিলেটের আর কারো নমুনা ঢাকায় পাঠানো লাগবে না।
তিনি আরো বলেন, আজ সোমবার কিছু নমুনা নিয়ে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখা হবে। আগামীকাল শুরু হবে পূর্ণাঙ্গরুপে পরীক্ষা।
ওসমানী মেডিকেল কলেজ সুত্র জানায়, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এ হাসপাতালে স্থাপিত ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হলে মাত্র ৩/৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।একসাথে প্রায় ৯৬ জনের পরীক্ষা করা যাবে এবং প্রতিটি উপজেলার জন্যে আলাদা ব্যবস্থা রাখা আছে।
করোনাভাইরাস শনাক্তকরনের জন্য ফোকাল পার্সন হিসেবে মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. প্রেমানন্দ দাস কাজ করবেন বলে জানা গেছে।
করোনা পরীক্ষার জন্য ওসমানীতে ৫০০ কিটও এসেছে। আরো সাড়ে ৪ হাজার কিট পরবর্তীতে আসবে।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More